সিটিজেন চার্টারঃ
০১। ৬টি প্রধান ফসল কর্তন, (আউশ, আমন, বোরো, পাট, গম ও গোলআলু)।
০২। নমুনা দাগ গুচ্ছ জরিপ (১৩টি দাগ গুচ্ছ), বৎসরে চার বার।
০৩। বিভিন্ন ফসলের হিসাবের তথ্য সংগ্রহ।
০৪। প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচের তথ্য সংগ্রহ, (আউশ, আমন, বোরো, পাট, গম ও গোলআলু)।
০৫। কৃষি মজুরীর তথ্য সংগ্রহ।
০৬। ভূমি ব্যবহার ও সেচ সংক্র তথ্য সংগ্রহ।
০৭। ৬টি প্রধান ফসলের পূর্বাভাস জরিপের তথ্য সংগ্রহ (আউশ, আমন, বোরো, পাট, গম ও গোলআলু)।
০৮। বিভিন্ন শুমারী ও জরিপ সংক্রান্ত তথ্য সংগ্রহ।
০৯। গ্রোথ সেন্টার সংক্রান্ত তথ্য সংগ্রহ।
১০। ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ।
১১। সংরক্ষিত তথ্যাদি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক সরবরাহ।
১২। এস,ভি,আর, এস এলাকার তথ্য সংগ্রহ।
সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ
জুনিয়র পরিসংখ্যান সহকারীদ্বয় (জে,এস,এ)
যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাইবেনঃ
উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত)
শ্রীপুর, মাগুরা।
মোবাইলঃ ০১৭১৫-২৬৮৯৭৫
চুড়াস্ত নিস্পত্তি না হলে বা সময় মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেনঃ
আঞ্চলিক পরিসংখ্যান অফিসার
যশোর।
ফোনঃ ০৪২১-৬৮৫৫১
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS